হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে কেরু অ্যান্ড কোং

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই দেশে চাহিদা বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের। বাড়তি এই চাহিদা মেটাতে পণ্যটির পরীক্ষামূলক উৎপাদন শুরুর করেছে কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনসারি। তিনি গণমাধ্যমকে জানান, “সারাদেশে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো, প্রত্যেককে ভালোভাবে নিজের হাতসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ জীবনমুক্ত রাখা। বাজারে যে সকল জীবাণু মুক্তকারী হ্যান্ড স্যানিটাইজার রয়েছে তার সবই স্পিরিট থেকে তৈরি করা হয়। আর কেরু অ্যান্ড কোম্পানির স্পিরিট বিশ্বব্যাপী সমাদৃত। এজন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের হাতের নাগালে স্বল্পমূল্যে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের।” তিনি আরও জানান, প্রতি ১০০ মিলি বোতলের দাম পড়বে মাত্র ৬০ টাকা। পরীক্ষামূলকভাবে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এখানকার মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি। তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত-দ্রব্য (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায় তা থেকেও বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। উপজাত-দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উলেখযোগ্য হচ্ছে দেশি মদ, বিদেশি মদ, ভিনেগার, স্পিরিট ও জৈব সার। এতে নতুন উৎপাদিত পণ্য সংযোজন হলো হ্যান্ড স্যানিটাইজার ।