করোনা ভাইরাস প্রতিরোধে বিজয়নগর উপজেলার প্রস্তুতি

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

বিজয়নগরনিউজ। করোনা ভাইরাস প্রতিরোধে বিজয়নগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলীর সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে জরুরী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মাহবুবুর রহমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী লিটন হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোওয়ার রহমান ভূঁইয়া পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইছাপুরা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দানা মিয়া উপজেলা প্রশাসনের উপজেলা মোঃ উপজেলা খাদ্য কর্মকর্তা মো নুর আলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম) মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা অনুপস্থিত ছিলেন সভায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কি কি করনীয় রয়েছে সে সব বিষয়ের উপর আলোচনা করা হয়। সবাইকে যার যার অবস্থান থেকে এই ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। কোন এলাকায় বিদেশ থেকে কেউ আসলে তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনকে জানাতে হবে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যে উপজেলা প্রশাসনে জরুরী সভা করে একটি কমিটি গঠন করা হয়েছে। বি্জয়নগর উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করার পর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সারা উপজেলা মনিটরিং করে দেখছেন কোথাও করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছে কী না ? থাকলে তাদের দ্রুত চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার জন্য। করোনা প্রতিরোধে প্রাথমিক করনীয় বিষয়ে প্রাথমিক হাতে কলমে ও আলোচনা সভা করে ধারনা দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্যদের মাস্ক, গাউন সামগ্রী আছে। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শাহিনুর রহমান