ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় ৭০ হাজার টাকা জরিমানা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় বিদেশ ফেরত দুই ব্যক্তিকে ৭০হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া । তিনি জানান, সিঙ্গাপুর ও ওমান থেকে আসা ওই দুই ব্যাক্তি প্রকাশ্যে ঘুরাফেরা করছিল। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালত শহরের পাইকপাড়ায় ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করতে দেখে সংক্রম ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা করে। এদিকে পুলিশের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিলি করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিলি করে পুলিশ। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ১৮ তারিখ পর্যন্ত ৯ হাজার ২০৮ জন প্রবাসী বিভিন্ন করোনা আক্রান্ত দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন। তাদের মধ্যে আজ পর্যন্ত মাত্র ৪২ জনকে হোম কোয়ারাইনটাইনে রাখা হয়েছে Related posts:বিজয়নগরে প্রসাশনের এান সামগ্রী বিতরনআজ শহীদ ধীরেন্দ্রনাথ দওের জন্মদিনবিজয়নগরে দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন Post Views: ২৮৪ SHARES আইন-আদালত বিষয়: