করোনাভাইরাস: বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ বিজয়নগরনিউজ।। বিশ্ব মহামারি ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সঙ্গে ইউএস-বাংলা এবং নভোএয়ারও ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশিদেরও ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এ কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে উড়োজাহাজ কোম্পানিগুলোর। বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স ভারতে প্রতি সপ্তাহে মোট ৩৭টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে বিমান চলাচল করে কলকাতা ও দিল্লি রুটে। ইউএস বাংলার ফ্লাইট রয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। নভোএয়ারের ফ্লাইট রয়েছে কলকাতা রুটে। করোনাভাইরাসের কারণে দিন দিন বিমানবন্দরে যাত্রী কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে যারা দেশের বাইরে ছিলেন শুধু তারাই তাড়াহুড়ো করে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ তাদের ফ্লাইট সংখ্যা অর্ধেকের বেশি কমিয়েছে। অন্যান্য বেসরকারি সংস্থাও ফ্লাইট সংখ্যা কমিয়েছে। Related posts:৭১ এর ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকাঅপ্রতিরোধ্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিবিজয়নগরের নারী প্রবাসীর আপত্তিকর ছবি নাসিরনগরের প্রবাসীর মোবাইলফোনে, হত্যার পর মাটিচাপা Post Views: ২১০ SHARES আন্তর্জাতিক বিষয়: