৭১ এর ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ বিজয়নগর নিউজ : ১৯৭১ সালের ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরু শহরের কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে সর্বপ্রথম এই পতাকাটি উত্তোলন করেন। ১৯৭১ এর ২রা মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলনের পর ছাত্রনেতা আলমগীর হোসেন (প্রয়াত সাবেক এমপি) ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে তৎকালীন সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন। কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মডার্ন টেইলারিং এর মালিক ময়না খলিফাকে দিয়ে একটি পতাকা তৈরি করান। পরে ৬ই মার্চ কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা। ওই সময় তার সাথে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন (পান দোকানদার) এবং উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রী মিয়া। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ শুরুর পর কামরুজ্জামান কমরু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। Related posts:কোয়ারান্টাইনের ইতিহাস কয়েক হাজার বছরেরচট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের আবেগঘন স্ট্যাটাসআজ স্বৈরাচার পতন দিবস। Post Views: ২১৮ SHARES আন্তর্জাতিক বিষয়: