চান্দুরা সুর্যতরুন ক্লাবের উদ্দেগে ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ বিজয়নগরনিউজ আজ চান্দুরা সূর্যতরুণ ক্লাবের উদ্যোগে চান্দুরা প্রিমিয়াম খেলা ক্রিকেট খেলা চান্দুরা ডাক বাংলার মাঠে চান্দুরা ক্রিকেট একাদশ বনাম চম্পকনগর ক্রিকেট একাদশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় হারিয়ে চান্দুরা ক্রিকেট একাদশকে পরাজিত করে চম্পকনগর একাদশ জয়ী হয় খেলা শেষে চান্দুরা সূর্যতরুণ ক্লাবের সভাপতি জাহিদ হাসান চৌধুরী রয়েল সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন বিজয়নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান লিটন চান্দুরা যুবলীগ সভাপতি আমিনুল হক আপন চাহিরুল ইসলাম মঞ্জু বাবুল মিয়া ় তাহার মেম্বার মোশারফ মেম্বার অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল ইসলাম সোহেল অনুষ্ঠানে বিডি দল বিজয়ী দল চম্পকনগর ক্রিকেটার প্রথম পুরস্কার একটি ফ্রিজ প্রদান করা হয় এবং পরাজিত চান্দুরা ক্রিকেট ৩২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয় উক্ত খেলাটি এলাকায় বিপুল সাড়া পড়ে সহস্রাধিক লোক খেলার মাঠে থেকে খেলা উপভোগ করে Related posts:বিজয়নগরে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পির পক্ষ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাবিজয়নগরে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণশেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল, স্বস্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ Post Views: ৫৪৫ SHARES খেলাধুলা বিষয়: