বিজয়নগরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ তানভীর আমিদ রাজীব: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইউনুছ মিয়াকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এ এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়ত উপজেলার বুধন্তী ইউপির শশই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । আটককৃত আসামী ইউনুছ মিয়া বুধন্তী ইউপির শশই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সততা নিশ্চিত করে বিজয়নগর নিউজকে জানান, আটককৃত আসামী দায়রা-১২৬৫/১৭ কোতয়ালী সিআর-৩৮/১৪ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ৫,০০,০০০/-টাকা জরিমানা সাজা প্রাপ্ত আসামী। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। Related posts:তথ্য সচিব এর পিতার মৃত্যুতে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এমপির শোক প্রকাশকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কান্ডারী হচ্ছেন কারা? মঈনউদ্দীন মঈন এগিয়ে আছেবিজয়নগরের কৃষক আলম হত্যা মামলার প্রধান ২ আসামী কারাগারে Post Views: ২৯৩ SHARES আইন-আদালত বিষয়: আসামিইসলামপুর পুলিশ ফাঁড়িএসআই হাবিবুর রহমানওসি আতিকুর রহমানবিজয়নগরবুধন্তী ইউপিশশইসাজাপ্রাপ্ত