বিজয়নগরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ তানভীর আমিদ রাজীব: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুরাদ মিয়া (৩৪) কে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এএসআই সৈয়দ নাছির উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়ত রাত ২টায় উপজেলার সিংগারবিল ইউপির খিরাতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । আটককৃত আসামী মুরাদ মিয়া সিংগারবিল ইউপির খিরাতলা গ্রামের মস্তু মিয়ার ছেলে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সততা নিশ্চিত করে বিজয়নগর নিউজকে জানান, আটককৃত আসামী নরসিংদী-২০(০৭)০৯সেসন-৩০৩/০৯ এর ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। Related posts:রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কম্বল বিতরণবিজয়নগরে ১৩ টি কাচাঁবাজার স্থানান্তরআজ মোক্তাদির চৌধুরী এম পি বিজয়নগর আসবেন Post Views: ৩২৪ SHARES আইন-আদালত বিষয়: আসামীএএসআইপুলিশব্রাহ্মণবাড়িয়ারসৈয়দ নাছির