বিজয়নগরে নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করলেন দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০ তানভীর আমিদ রাজীব: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। জানা গেছে, উপজেলার পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল গফুর মিয়ার মেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নত আক্তার (১৫) কে তার মা ও চাচা মিলে নবীনগর উপজেলার এক ছেলের সাথে আগামী ২০ই ফেব্রুয়ারী বিয়ে ঠিক করে । স্কুল ছাত্রী জান্নাত বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সাথে আলাপ করে বিয়ে ভেঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের নির্দেশে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ নিয়ে বাড়িতে উপস্তিত হলে জান্নাতের মা ও চাচা মুচলেকা দিয়ে বিয়ে ভেঙ্গে দেয় এবং তাকে স্কুলে পড়ানোর ব্যবস্থা করা হবে বলে অঙ্গীকার করেন । এব্যপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বিজয়নগর নিউজকে বলেন ,ছাত্রীটির ফোন পেয়েই আমরা তার বাড়িতে যাই এবং তার মা ও চাচা আমাদের কাছে ভূল স্বীকার করেন এবং বিয়ে ভেঙ্গে দিবে বলে মুচলেকা দেয়। Related posts:আজ শহীদ নুর হোসেন দিবসব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্র মৈত্রী'র মানববন্ধনহেফাজতের তান্ডবে নেতৃত্বদানকারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি Post Views: ৬৫২ SHARES আইন-আদালত বিষয়: জান্নাতদশম শ্রেণির শিক্ষার্থীবাল্য বিয়েবিজয়নগরভূমিসহকারী কমিশনার