ইতিহাসে ৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

বিজয়নগর নিউজ

১৬২৮সালের এই দিনে সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন। ১৭৮৩ সালের এই দিনে ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোকের মৃত্যু। ১৭৮৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতা অবসান। ১৭৮৯ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ১৭৯২ সালের এই দিনে যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। ১৭৯৭ সালের এই দিনে ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোকের মৃত্যু। ১৮৪৮ সালের এই দিনে দ্বীপ দেশ শ্রীলংকা বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়। ১৮৯৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা। ১৯০৪ সালের এই দিনে রুশ-জাপান যুদ্ধ শুরু। ১৯১২সালের এই দিনে কবি ও নাট্যকার মনোমোহন বসু পরলোকগমন করেন। ১৯১৫ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের নৌ অবরোধ ঘোষণা। ১৯১৬ সালের এই দিনে তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন। ১৯১৭সালের এই দিনে পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান জন্মগ্রহন করেন । ১৯১৮সালের এই দিনে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯২১সালের এই দিনে ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ জন্মগ্রহন করেন । ১৯২২সালের এই দিনে বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার “স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস”-এর দ্বারোদ্‌ঘাটন করেন। ১৯৩৬ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন জন্মগ্রহন করেন । ১৯৩৯সালের এই দিনে মার্কিন ভাষাবিজ্ঞানী এডওয়ার্ড স্যাপির মৃত্যুবরণ করেন । ১৯৪৩ সালের এই দিনে কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব কেন টম্পসন জন্মগ্রহন করেন । ১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন। ১৯৪৮সালের এই দিনে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে। ১৯৪৯সালের এই দিনে নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন। ১৯৭২সালের এই দিনে ব্রিটেনসহ দশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে। ১৯৭২সালের এই দিনে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে। ১৯৭৪সালের এই দিনে বিজ্ঞানাচার্য শিক্ষাবিদ সত্যেন্দ্রনাথ বসু পরলোকগমন করেন। ১৯৭৫ সালের এই দিনে যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৯০সালের এই দিনে লেখিকা মৈত্রেয়ী দেবী পরলোকগমন করেন। ১৯৯৩সালের এই দিনে কবি সানাউল হকের মৃত্যু। ১৯৯৫ সালের এই দিনে গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে। ১৯৯৭ সালের এই দিনে ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত। ১৯৯৭সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক ইন্তেকাল করেন। ১৯৯৮ সালের এই দিনে আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত। ১৯৯৮ সালের এই দিনে ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ মৃত্যুবরণ করেন ।