ব্রাহ্মণবাড়িয়ায় হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ বিজয়নগর নিউজ।। : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় প্রধান অতিথি থেকে হাসপাতালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিছুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা সিভিল সার্জন মো. শাহ আলমসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা নাজমীন। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে পিপিপির (পাবলিক-প্রাইভেট-পার্টনার শিপ প্রজেক্ট) মাধ্যমে নির্মিত ৫০ শয্যা হাসপাতালে ১০টি নির্বিড় পর্যবেক্ষণ কেন্দ্র, (আইসিইউ) ও ১০টি হৃদযন্ত্রের নির্বির পরিচর্যা কেন্দ্র, (সিসিইউ) ও পাঁচটি (পিসিসিইউ) ইউনিট রয়েছে। Related posts:মেহেরপুরে যুবলীগের দুই নেতাকে গলা কেটে হত্যাসরাইল প্রেসক্লাব নির্বাচন সভাপতি আইয়ুব, সম্পাদক মাহবুব নির্বাচিতকরোনা ভাইরাস প্রতিরোধে বিজয়নগর উপজেলার প্রস্তুতি Post Views: ২৩০ SHARES জাতীয় বিষয়: