আঙুলের ছাপ মেলেনি প্রধান নির্বাচন কমিশনারের! ভোট দিলেন এনআইডি দিয়ে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক :ভোট দিয়ে গিয়ে ইভিএম মেশিনে আঙুলের ছাপ মেলেনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার। পরে তিনি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫মিনিটে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কলেজ ভবনের ৮ নম্বর কক্ষে ভোট দেন তিনি। এবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম মেশিনে ভোট নেওয়া হচ্ছে। জানা গেছে, সিইসি কে এম নূরুল হুদা ভোট দিতে গেলে তার আঙুল স্ক্যান করা হয়। কিন্তু মেশিনে তার আঙুলের ছাপ মেলেনি। পরে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। সে সময় বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ৮-৯ বছর আগে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি। ঘামে ভেজা থাকায় হয়তো মেলেনি। এনআইডি দিয়ে ভোট দিয়েছি। তিনি বলেন, এই সমস্যা অনেকেরই হতে পারে। তবে সেজন্য বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেয়া যাবে। কেউ ভোট না দিয়ে যাবেন না। সিইসি জানান, ইভিএমে ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। আইডি কার্ড দেখতে পারে, পুরোনো কার্ড দেখাতে পারে। নম্বর মেলালে ছবি আসবে, ভোট দিতে পারবে। Related posts:আজ থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সেনা মোতায়েনআজ শিক্ষামন্ত্রী উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, সাংবাদিকদের সাথে মতবিনিময়প্রধানমন্ত্রীর অর্থ সহয়াতার তালিকায় কসবায় অনিয়ম নাম স্বজনের, ফোন নম্বর চেয়ারম্যানের Post Views: ৪৯৬ SHARES নির্বাচনের মাঠ বিষয়: ইবিএমঢাকা সিটিনির্বাচনসিইসি