বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ প্রকল্পের সেচের পানি নিয়ে দর কষাকষিকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে সোমবার (৬ জানুয়ারি) সকালে চাঁন বাদশা ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আলাউদ্দিন, রাজু, রুহুল আমিন, আবুল কাসেম, রানা, বাধন চৌধুরী, লোকমানসহ অর্ধশত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই মো. অলিউল্লাহ, কনস্টেবল মো. মেহেদী ও মো. সাইফুল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৬০ রাউন্ড রাবার বুলেট ও আট রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও পক্ষই থানায় মামলা দায়ের করেনি। Related posts:ইসলামপুর দরবার শরিফের পীর হযরত মাওলানা রফিকুল ইসলাম (রফু) মিয়ার ইন্তেকালমে মাসের মধ্যে আওয়ামী লীগের জেলা সম্মেলন শেষ হবে : হানিফ৩রা মার্চ ১৯৭১: ইয়াহিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীনতার ইশতেহার Post Views: ৪৭৪ SHARES জাতীয় বিষয়: