ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি (৪৯) আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৯ বছর। বাপ্পির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক শোকবার্তায় মোকতাদির চৌধুরী ফজিলাতুন নেসা বাপ্পির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। Related posts:আব্দুর রাজ্জাক ফকির তৃতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ায় মৃণাল চৌধুরী লিটনের অভিনন্দনযুবলীগ নেতা কাউসার মিয়ার বিরোদ্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীব্রাহ্মণবাড়িয়ার ছোট ভাইকে কবর দিয়ে এসে বড় ভাইয়ের মৃত্যু Post Views: ৬৫৯ SHARES আইন-আদালত বিষয়: