ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পাওয়ায় ফাহিমা খাতুনকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ বিজয়নগরনিউজ। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পাওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (গ্রেড১) প্রফেসর ফাহিমা খাতুন কে জেলা ছাত্রলীগ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার সকালে ব্রাহ্মনবাড়িয়া সার্কিট হাউজে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা ছাত্রলীগ এর সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে প্রফেসর ফাহিমা খাতুনকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণাবড়িয়া’র ট্রেজারার পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণাবড়িয়া’র ট্রেজারার পদে নিয়োগ পাওয়া প্রফেসর ফাহিমা খাতুন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সহধর্মীণি। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক। আগামী জানুয়ারি মাস থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানা যায়। Related posts:দানবীর, রায় বাহাদুর রণদাপ্রসাদ সাহা জন্মদিনবিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। ব্রবিজয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত Post Views: ৬০২ SHARES আন্তর্জাতিক বিষয়: