গুজব বন্ধে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন ওসি নোমান

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

দেশের বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে এ নিয়ে বিজয়নগর উপজেলার সার্বিক বিষয়ে বিজয়নগর নিউজের মুখোমুখি বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান। বর্তমান পরিস্থিতিতে গুজব রোধে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে ওসি নোমান বলেন মাননীয় পুলিশ সুপার আনিছুর রহমান স্যারের নির্দেশনা অনুযায়ী চুরি-ডাকাতি, হত্যা-রাহাজানি, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার এবং পণ্য চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজয়নগর থানা পুলিশ শক্ত’ অবস্থানে আছে। তিনি বলেন বিজয়নগরে আমি জনগনের সেবক হিসাবে কাজ করতে চাই। আমি গ্রামের ছেলে। বিজয়নগরকেও নিজ গ্রাম মনে করে সাধারণ মানুষের জন্য কাজ করছি। জনগনের যে কোন প্রয়োজনে আমি পাশে আছি। সমাজের নিপীড়িত হতদরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে বেশি আনন্দ পাই। তিনি বিজয়নগরবাসীর উদ্দেশ্যে আরো বলেন, আপনারা পরস্পরের জন্য সহযোগিতায় এগিয়ে আসলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। তিনি সমাজ থেকে গুজব, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন বন্ধে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। ওসি নোমান বলেন আমরা প্রতিটি পুলিশ সদস্য চেষ্টা করি অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়াতে, দিনদিন মানুষ ভরসা পাত্রও হয়ে উঠেছি।