আখাউড়ায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিট্রি ট্রাস্ট স্কুল এর যৌথ আয়োজনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ। রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকছির এম. চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের ভাষাবিদ ও সাহিত্যিক ড. রাহুল গোদাম, ভারতের মহারাষ্ট্র সাহিত্যিক ও ভারতের ছত্রিশগড়ের গবেষক কে পি প্রধান, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি আনিছ মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক সভাপতি হারুনুর রশিদ, কসবা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তানসেন কাজী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠানে ১৮০ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এডভোকেট আকছির এম চৌধুরী।