ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে ফের মেনন-বাদশা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ বিজয়নগরনিউ।। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি পদে রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা পুনরায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ওয়ার্কাস পার্টির সম্মেলনের শেষ দিনে কাউন্সিলের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের পুনরায় নির্বাচিত করা হয়। বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দশম কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাদশা। তিনি বলেন, গত কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ৭৫ সদস্য বিশিষ্ট হলেও এবার আরও ১৬ জন যুক্ত করে ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বাদশা জানান, ১৫ সদস্যের পলিটব্যুরোর কমিটিতে নতুন ৫ জন যুক্ত হয়েছেন। নতুন যুক্ত হওয়া ৫ জন হলেন- জ্যোতি সরকার, নজরুল ইসলাম হাক্কানী, আলি আহমেদ এনামুল হক, নজরুল হক নিলু ও হাজী বশির উল্লাহ। Related posts:বিজয়নগর উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসকটমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহতখেলাধুলা যুব সমাজকে তারন্য উদীপ্ত করে দেয় মৃনাল চৌধুরী লিটন Post Views: ৩৫০ SHARES আন্তর্জাতিক বিষয়: ঢাকা