বিজয়নগরে জমির বাঁধ ভেঙে দেওয়ায় ফের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং পাঁচ বাড়িতে আগুন

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল ইজারা নিয়ে ফের গতকাল রবিবার দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এ সময় হাজীপুর ও পাইকপাড়া গ্রামের২৬ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং পাঁচ বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার হরষপুর ইউনিয়নে বুল্লা গ্রামের হুগলি বিল জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেয় বড় উঠান মৎস্যজীবী সমিতি। বুল্লা গ্রামের সাবেক মেম্বার ফুল মিয়া ও বর্তমান মেম্বার কাওসার মিয়ার কাছে কয়েক দিন আগে ওই মৎস্যজীবী সমিতি মৌখিকভাবে সাব-ইজারা দেয় বিলটি। ইজারা নিয়ে মাছ ধরতে গিয়ে তারা পার্শ্ববর্তী পাইকপাড়া, হাজিপুর, হাতরীপাড়া গ্রামের জমিতে কয়েক দিন আগে বাঁধ নির্মাণ করলে পাইকপাড়া গ্রামের কাসেম মেম্বার ও রাজু সরদারের নেতৃত্বে একদল লোক বাধা দেয়। এ নিয়ে গত শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর গভীর রাত ১টার দিকে বুল্লা গ্রামের ফুল মিয়া ও কাওসার মিয়ার লোকজন পাইকপাড়া গ্রামে গিয়ে হুগলি বিলের বাঁধ ভেঙে দেয়। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয়পক্ষের কয়েক শতাধিক লোক সংঘর্ষে জড়ান। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অর্ধতাধিক রাউন্ড টিয়ারশেল ও রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ ঘটনাস্থল বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরনিগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা বাসী জানান ওসি ফয়জুল আজীম নোমানের শক্ত ভুমিকার কারনে প্রানহানী থেকে রহ্মা পায়