বিজয়নগরে মাদক পাচারকালে দুই ভাই আটক

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

বিজয়নগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক পাচারকালে দুই ভাইকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সময় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন, উপজেলার কামালমোড়া এলাকার আবন মিয়ার দুই সন্তান মোঃ আপেল (২৬) ও মোঃ পাপেল (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার খাটিংগা (দক্ষিণপাড়া মোড়) জনৈক খলিল মিয়ার বাড়ির সামনে থেকে আপেল ও পাপেলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।