নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন মাখন সভাপতি, মন্টি সাধারণ সম্পাদক নির্বাচিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ বিজয়নগর নিউজ।।নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন মাখন সভাপতি, মন্টি সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচনে মাখন মন্টি পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গতকাল রবিবার আনন্দঘন পরিবেশে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করে। নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি মাখন দাস (২২ ভোট), সহ-সভাপতি এ কে ফজলুল হক (২৪ ভোট) ও বিশ্বজিৎ সাহা (২৪) ভোট। সাধারণ সম্পাদক পদে মাজহারুল পারভেজ মন্টি (২২ ভোট), সহ-সাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ (২৬ ভোট), কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (২২ ভোট), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মন্্জিল এ মিল্লাত (২৮ ভোট), দপ্তর সম্পাদক প্রীতি রঞ্জন সাহা (২৭ ভোট), নির্বাহী সদস্য জাকির হোসেন ভূঁইয়া (৩৪ ভোট), আমজাদ হোসেন (৩০ ভোট), আবদুল্লাহ আল শিবলী (২৬ ভোট)। নির্বাচনে নরসিংদী প্রেস ক্লাবের কার্য নির্বাহী পরিষদের ১১ টি পদের বিপরীতে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন সহ মোট ২৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম জামেরী হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শাহরুখ খান ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ। Related posts:চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নাসিরনগর থানার ওসি (তদন্ত)কবির হোসেনর আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরীর নির্দেশে মৃনাল চৌধুরী লিটন মানবিক সাহা্য্য বিতরনবিজয়নগর উপজেলায় শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Post Views: ৫৫৭ SHARES গণমাধ্যম বিষয়: