ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন ইস্কাটন গোল্ডেন ড্রাগন বারে পুলিশের অভিযান

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

বিজয়নগর নিউজ ডেস্ক : অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজোর রহমান ওলিওর মালিকানা রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারে পুলিশ অভিযান চালিয়েছেন ।

অভিযানের বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিজয়নগর নিউজকে বলেন, গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে গোল্ডেন ড্রাগন বারে আইনশৃঙ্খলা বাহিনী বারের লাইসেন্স, শর্ত অনুযায়ী মদ বেচাকেনা ও জুয়া খেলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে অভিযান চালায়।

এর আগে তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালায় পুলিশ। এরপর রাজধানীর মগবাজারের পিয়াসী বারে অভিযান চালায়।
এর আগে রোববার মতিঝিলের ক্লাব পাড়ায় অভিযান চালায় পুলিশ। নিষিদ্ধ জুয়া-ক্যাসিনো বন্ধে মোহামেডান স্পোর্টিংসহ মতিঝিলের চারটি ক্লাবে একসঙ্গে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলোতে বিপুল পরিমাণ আধুনিক ক্যাসিনো সামগ্রী, স্লট মেশিন ও নগদ টাকা পাওয়া গেছে। বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, সিসা খাওয়ার সামগ্রী এবং ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া টাকা গোনার মেশিন ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। পরে এদিন রাতে গুলশানের নাভানা টাওয়ারে স্পাতে অভিযান চালায় পুলিশ।