বিশ্বে প্রতি ঘণ্টায় আত্মহত্যা করে মারা যাচ্ছে ৯০জন মানুষ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯ টি.এ.রাজীব: বিজয়নগর নিউজ ডেস্ক : বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৯০ জন। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন এই রিপোর্ট প্রতি ছয় মিনিটে নয়জন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আগের চেয়ে আত্মহত্যার হার হ্রাস পেয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, আত্মহত্যা করে যারা মারা যাচ্ছে তারা পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য ট্র্যাজেডি। তাই আমরা প্রতিটি দেশকে টেকসই উপায়ে আত্মহত্যা প্রতিরোধে কৌশল অবলম্বনের আহ্বান জানাচ্ছি। ডব্লিউএইচও এর তথ্য মতে, প্রতিবছর ৮ লাখ মানুষ মারা যান শুধু আত্মহত্যায়। সংস্থাটি বলছে, যা ম্যালেরিয়া, স্তন ক্যান্সার বা যুদ্ধ এমনকি হত্যাযজ্ঞের কারণে মারা যাওয়ার চেয়েও বেশি। Related posts:একজন প্রতীতি দেবীর প্রস্থান এবং আমাদের নিস্পৃহতাবিজয়নগরে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতবঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষের কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারি Post Views: ২৭৩ SHARES আন্তর্জাতিক বিষয়: