ময়মনসিংহ রেঞ্জের সেরা পুলিশ কর্মকর্তারা পুরস্কৃত

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

স্টাফ রিপোর্টার : কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ রেঞ্জের ৯ পুলিশ কর্মকর্তা ও এক চৌকিদারকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের সম্মেলন কক্ষে প্রত্যেককে ক্রেস্ট পুরস্কার তুলে দেন রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। গত জুলাই মাসে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে দশটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা হলেন- ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ (শ্রেষ্ঠ পুলিশ সুপার), রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম (শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার), নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার), শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার (শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক), ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ (শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক-ডিবি), ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল (শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার), জামালপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মোড়ল (শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার), ময়মনসিংহ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক আব্দুস সালাম (শ্রেষ্ঠ উপ-পরিদর্শক) এবং শেরপুরের শ্রীবরদী থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম (শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী এএসআই)।

এছাড়াও শ্রেষ্ঠ চৌকিদার হয়েছেন নেত্রকোনার পূর্বধলা থানার জারিয়া ইউনিয়নের তাজ্জত আলী।

এর আগে, রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন , নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সী, জামালপুরের এসপি দেলোয়ার হোসেন, শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীমসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।