ডাস্টবিনে প্লাস্টিকের বোতল ফেলে আলোচনায় কাক

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : কাককে আমরা কুৎসিত প্রাণী হিসেবেই চিনি। কণ্ঠটাও কর্কশ। তাইতো সে কা-কা করলে তাড়িয়ে দেয় সবাই। এবার এই কুৎসিত প্রাণীটাই মানুষকে দেখিয়ে দিল কীভাবে পরিবেশ রক্ষা করতে হয়। রাস্তায় ফেলে দেয়া একটি প্লাস্টিকের বোতল ঠোঁটে করে কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলে আলোচনায় এই পাখিটি। কাকের এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি।

সম্প্রতি এক ব্যক্তি এ-সংক্রান্ত একটি ভিডিও টুইট করেন। তাতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে রয়েছে একটি ডাস্টবিন। উড়ে এসে তার ওপরে বসল একটি কাক৷ মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল। এক পর্যায়ে ডাস্টবিনের ভেতরে ফেলে দেয় বোতলটি।

ভিডিওটি এ পর্যন্ত ২০ লাখ ৮৮ হাজার বার দেখা হয়েছে। রি-টুইট করেছেন ৬৭ হাজারের বেশি। পছন্দ করেছেন দেড় লাখেরও বেশি জন।