টার্মিনালে দুই বাসের চাপায় গৃহবধূ নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ শেরপুর প্রতিনিধি : শেরপুর শহরের বাগরাসা নতুন বাস টার্মিনালে দুই বাসের চাপায় খোদেজা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনালের সোনার বাংলা সার্ভিসের পার্কিয়ের স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বেগম সদর উপজেলার চরপক্ষীমারী এলাকার মৃত জয়নালের স্ত্রী। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোদেজা বেগম তার ছেলের কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশে দুপুরে বাড়ি থেকে শহরের নতুন বাস টার্মিনালে আসেন। তিনি সোনার বাংলা সার্ভিসের পার্কিংয়ের স্থানে দুই বাসের মাঝখানে ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ চৈতী পরিবহনের একটি বাস পিছনের দিকে পেছানোর সময় দুই বাসের মাঝে পড়ে খোদেজা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। Related posts:জেলা ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী'র অবস্থান কর্মসূচিবর্তমান সরকার নাড়ীর উন্নয়নে কাজ করে যাচ্ছেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Post Views: ৫১০ SHARES নারী ও শিশু বিষয়: